রংপুরে বৈচিত্র্যময় হস্তশিল্প রিফ্রেশার ক্রাফট শতরঞ্জি প্রশিক্ষণ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:২৩ অপরাহ্ন, ১৭ই মে ২০২৩


রংপুরে বৈচিত্র্যময় হস্তশিল্প রিফ্রেশার ক্রাফট শতরঞ্জি প্রশিক্ষণ
হস্তশিল্প রিফ্রেশার ক্রাফট শতরঞ্জি প্রশিক্ষণ

রংপুরে চলছে  হস্তশিল্প উপ-প্রকল্পের রিফ্রেশার ক্রাফট শতরঞ্জি প্রশিক্ষণ মঙ্গলবার (১৬ মে) রংপুর সদরে ১০ দিনব্যাপী বিশ্ব ব্যাংকের অর্থায়নে এবং পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র বাস্তবায়নাধীন সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের আওতায় পরিবেশ বান্ধব বৈচিত্র্যময় হস্তশিল্প উপ-প্রকল্পের রিফ্রেশার ক্রাফট শতরঞ্জি প্রশিক্ষণ শুরু হয়েছে।


প্রশিক্ষণ  পরিদর্শন করেন রংপুর তাতঁবোর্ডের ইন্সট্রাকটর  তপু চৌধুরী।শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্প ব্যবস্থাপক ইরফানুল বারী সরকার। 


তিনি উদ্যোক্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে প্রশিক্ষণ আরও প্রাণবন্ত  হয়ে ওঠে এবং এরকম প্রশিক্ষণের আরও আয়োজনের  আশাবাদ ব্যাক্ত করেন। 


প্রশিক্ষণে টেকসই উন্নয়নের জন্য  হস্তশিল্পের প্রসারে বৈচিত্র্যময় পণ্য তৈরীতে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার ও ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি পরিবেশকে ঠিক রেখে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বরোপ করা হয় ।


আরএক্স/