Logo

উত্তরায় ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
১৮ মে, ২০২৩, ০৫:২১
22Shares
উত্তরায় ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু
ছবি: সংগৃহীত

মৃত হাতিটি বনবিভাগের কর্মকর্তাদের কাছে হাস্তান্তর করা হবে

বিজ্ঞাপন

রাজধানীর উত্তরার আবদুল্লাহপুরের কোটবাড়ি রেলগেট এলাকায় রেললাইনের পাশে দুটি হাতি বিচরণ করছিল। ট্রেনের ধাক্কায় একটি হাতির মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ মে) দুপুরের দিকে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর হাতির মালিককে খুঁজে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

বিমানবন্দর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আকবর আলী জানান, দুর্ঘটনার পর মাহুত অন্য হাতিটি নিয়ে মালিক পালিয়ে যায়। মৃত হাতিটি বনবিভাগের কর্মকর্তাদের কাছে হাস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

ঢাকা রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস হাতিটিকে ধাক্কা দেয়। পরে প্রাণটিকে একটি ক্রেন দিয়ে সরিয়ে নেয়া হলে ট্রেনটি ঐ এলাকা ছেড়ে যায়। হাতিটি কেন রেললাইনের পাশে ছিল, তা জানাতে পারেননি তিনি।

জেবি/ আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD