Logo

সুপ্রিম কোর্টে ভাঙচুরের অভিযোগে ১৭৫ জনের বিরুদ্ধে মামলা

profile picture
জনবাণী ডেস্ক
১৮ মে, ২০২৩, ০৬:২০
15Shares
সুপ্রিম কোর্টে ভাঙচুরের অভিযোগে ১৭৫ জনের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

নারী আইনজীবীকে হেনস্তা ও যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে

বিজ্ঞাপন

সুপ্রিম কোর্ট বার সম্পাদকের কক্ষ ভাঙচুর ও মারধরের অভিযোগে বিএনপিপন্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় আরও অজ্ঞাত পরিচয়ে একশ থেকে দেড়শজনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৬ মে) রাতে রাজধানীর শাহবাগ থানায় আইনজীবী সমিতির সহকারী সুপারিন্টেনডেন্ট মো. রফিকউল্লাহ এ মামলা দায়ের করেন। 

বিজ্ঞাপন

মামলায় আসামিদের বিরুদ্ধে এক নারী আইনজীবীকে হেনস্তা ও যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে। 

বিজ্ঞাপন

এদিকে বুধবার (১৭ মে) শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গতকাল দুপুরে সুপ্রিম কোর্টের বার প্রাঙ্গণে নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ এনে বিক্ষোভ শুরু করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এ সময় আওয়ামীপন্থী আইনজীবীরাও অবস্থান নেন সেখানে। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। এতে চারজন আহত হন।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD