আরাভ খানের বিরুদ্ধে আরও একজনের সাক্ষ্য

মামুনের ভাই জাহাঙ্গীর আলম খান বাদী হয়ে রাজধানীর বনানী থানায় একটি হত্যা মামলা করেন
বিজ্ঞাপন
পুলিশ পরিদর্শক ইমরান খান হত্যা মামলায় আলোচিত দুবাইয়ে পলাতক স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে মো. ইমতিয়াজ নামে একজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৮ মে) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এই সাক্ষী সাক্ষ্য দেন। তার সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আগামী ৪ জুন সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন।
বিজ্ঞাপন
আরাভ খানের আসামি আইনজীবী রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন। মামলাটিতে ৩৮ জন সাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্য শেষ হলো।
বিজ্ঞাপন
২০১৮ সালের ৯ জুলাই গাজীপুরের জঙ্গল থেকে মামুন ইমরান খানের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় মামুনের ভাই জাহাঙ্গীর আলম খান বাদী হয়ে রাজধানীর বনানী থানায় একটি হত্যা মামলা করেন।
জেবি/ আরএইচ/








