পঞ্চগড়ে পুলিশের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ২১শে মে ২০২৩
জেলা পুলিশ পঞ্চগড়ের উদ্যোগে দিনব্যাপি প্রায় দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে।
রবিবার (২১ মে) সকালে পঞ্চগড় পুলিশ লাইন্সে ডিলসেডে অনুষ্ঠিত চক্ষু শিবিরে চিকিৎসা প্রদান করেন দীপ আই কেয়ার ফাউন্ডেশন।
পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা প্রধান অতিথি হিসেবে এই চক্ষু শিবিরের উদ্বোধন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার কনক দাস (ক্রাইম এন্ড অপস), দীপ আই কেয়ারের ফাউন্ডেশনের পরিচালক একেএম ফিরোজ আলম সাইফুল্লাহ, দীপ আই কেয়ারের লজিষ্ট মাসুদ মেহববুব, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল লতিফ মিঞা ও ডা. আসাদুজ্জামান প্রমুখ।
দীপ আই কেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় জেলার প্রায় দুই শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ এ সময় চিকিৎসা গ্রহণ করেন। চক্ষু শিবিরে আসা রোগীদের প্রাথমিক চিকিৎসার জন্য ব্যবস্থাপত্র প্রদান করা হয়।
এছাড়াও ছানি অপারেশনের জন্য প্রায় ৭০ জনকে রোগিকে দীপ আই কেয়ার ফাউন্ডেশন রংপুরে নিয়ে যাওয়া হয়।
জেবি/ আরএইচ/