Logo

নাশকতার মামলায় মামুনুলের জামিন আবেদন নামঞ্জুর

profile picture
জনবাণী ডেস্ক
২২ মে, ২০২৩, ০৪:১৪
28Shares
নাশকতার মামলায় মামুনুলের জামিন আবেদন নামঞ্জুর
ছবি: সংগৃহীত

এ আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক মুর্শিদ আহম্মেদ সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেন।

বিজ্ঞাপন

নাশকতার মামলায় হেফাজত নেতা মামুনুল হকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রবিবার (২১ মে) মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে আদালতে সাক্ষী উপস্থিত না হওয়ায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করে। 

এ আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক মুর্শিদ আহম্মেদ সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেন। অন্যদিকে মামুনুল হকের আইনজীবী জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।

বিজ্ঞাপন

এর আগে,  ২০১৫ সালের ১৪ জানুয়ারি মিরপুর মডেল থানাধীন মধ্য পীরেরবাগে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় মিরপুর মডেল থানার এএসআই খন্দকার রাজীব আহমেদ বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ৩১ মার্চ মিরপুর মডেল থানার এসআই মো. রফিকুল ইসলাম মাওলানা মামুনুল হকসহ ৬৫ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর আদালত ২০১৭ সালে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD