কর্ণফুলী পেপার মিলসের উৎপাদন শুরু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:০৯ অপরাহ্ন, ২২শে মে ২০২৩


কর্ণফুলী পেপার মিলসের উৎপাদন শুরু
ফাইল ছবি

গ্যাস সংকতে সাতদিন বন্ধ থাকার পর ফের উৎপাদনে ফিরেছে রাঙ্গামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলস।


রবিবার (২১ মে) সন্ধ্যা থেকে কাগজ উৎপাদনকারী এ কারখানাটিতে উৎপাদন চালু হয়েছে বলে জানিয়েছেন এর ব্যবস্থাপনা পরিচালক একেএম আনিসুজ্জামান।


তিনি বলেন, গত ১৪ মে থেকে এলএনজি গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার পরপরই  মিলের উৎপাদন বন্ধ হয়ে যায়। 


ঘূর্ণিঝড় মোখার আঘাতে মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় সারাদেশেই গ্যাস সরবারাহে বিঘ্ন সৃষ্টি হয়। 


ব্যবস্থাপনা পরিচালক  একেএম আনিসুজ্জামান বলেন, রবিবার রাতে শিফটে সাত মেট্রিক টন কাগজ উৎপাদিত হয়েছে।


জেবি/এসবি