Logo

ওবায়দুল কাদেরের নির্দেশ বিএনপির পদযাত্রায় হামলা হয়েছে: রিজভী

profile picture
জনবাণী ডেস্ক
২৫ মে, ২০২৩, ২৪:৫৪
15Shares
ওবায়দুল কাদেরের নির্দেশ বিএনপির পদযাত্রায় হামলা হয়েছে: রিজভী
ছবি: সংগৃহীত

বিএনপিকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি দিয়ে বলেছেন, বিএনপিকে ঠান্ডা মাথায় নিশ্চিহ্ন করে দিতে হবে

বিজ্ঞাপন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বিএনপির পদযাত্রায় পুলিশ ও ছাত্রলীগ হামলা চালিয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার বিএনপিকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করে দিতে আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৪ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

রিজভী অভিযোগ করে বলেন, ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মুখে ফ্যাসিবাদী হুংকার শুনেছেন সবাই। সেখানে ওবায়দুল কাদের বিএনপিকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি দিয়ে বলেছেন, বিএনপিকে ঠান্ডা মাথায় নিশ্চিহ্ন করে দিতে হবে।

তিনি বলেন, এ সরকার সম্পূর্ণ গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের সমাবেশগুলোতে সাধারণ মানুষের উপস্থিতি এখন দেখা যায় না। সম্মেলনস্থলে চেয়ার খালি থাকে। 

বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে রিজভী বলেন, পুলিশ ভাইদের বলবো অগণতান্ত্রিক সরকারের পক্ষ নিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান দেবেন না। এ সরকারই দেশের শেষ সরকার নয়। জনগণের সরকার অচিরেই প্রতিষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD