হাদিকে নিয়ে সিইসির বক্তব্য, যা বললেন গোলাম পরোয়ার

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বিজ্ঞাপন
`সিইসি কীভাবে বলেন, হাদির গুলি বিচ্ছিন্ন ঘটনা? এটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। এটা প্যাকেজ প্রোগ্রাম। হাদি নিরাপত্তাহীনতা নিয়ে শঙ্কা করার পরও কেন নিরাপত্তা দেওয়া হলো না বলে অভিযোগ করেন তিনি।’
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের এই কেন্দ্রীয় এই নেতা।
বিজ্ঞাপন
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সরকার ব্যর্থ হয়েছে। ঢাকা থেকে সারা দেশের থানার পুলিশ জানে অস্ত্র কোথায় আছে। তাদের দ্রুত গ্রেফতার করতে হবে।’
তিনি বলেন, ‘নির্বাচন বানচাল করে ভারতীয় আধিপত্যবাদের করদরাজ্য বানানোর চেষ্টা সফল হতে দেওয়া যাবে না। ভারত হয়তো ভাবছে, আওয়ামী লীগকে নির্বাচন নেওয়ার কথা। অন্য দল আওয়ামী লীগ সাজিয়ে ক্ষমতায় নেওয়ার চেষ্টা সফল হতে দেব না।’








