Logo

একাত্তরের মতো চব্বিশকেও সম্মান-শ্রদ্ধা করার আহ্বান জামায়াত আমিরের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর, ২০২৫, ২০:২৮
5Shares
একাত্তরের মতো চব্বিশকেও সম্মান-শ্রদ্ধা করার আহ্বান জামায়াত আমিরের
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মহান বিজয় দিবসের প্রাক্কালে একাত্তরের মতো চব্বিশকেও সম্মান ও শ্রদ্ধা জানাতে দেশের মানুষকে আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আয়োজন করা আলোচনা সভায় তিনি এ বক্তব্য দেন।

ডা. শফিকুর রহমান বলেন, যদি ২৪ না হতো, আমরা যারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, আমরা নির্বাচন নামক শব্দও উচ্চারণ করতে পারতাম না। যদি ২৪ না হতো আজকে ইলেকশন কমিশনের দায়িত্বপূর্ণ জায়গা থেকে প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য দিয়েছেন, তিনিও এই জায়গায় থাকতেন না। যদি ২৪ না হতো বর্তমানে যে ইন্টেরিম সরকার আছেন, তাদের অনেকেও জেলে থাকতেন। তাদের কেউ কেউ এর আগে জেল খেটেছেন ফ্যাসিবাদী সরকারের আমলে। কারো স্বামী কিডন্যাপ হয়েছেন। যদি এই ২৪ না হতো বর্তমানে ফ্যাসিবাদী আমলে যে সব মানুষকে নির্যাতন করা হয়েছে, অপমান করা হয়েছে তাদের বিচার চাওয়ারও কোনো পরিবেশ এই দেশে থাকতো না।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সুতরাং আমি সবার প্রতি বিনয়ের সঙ্গে অনুরোধ করবো, আমরা অবশ্যই সম্মান করব ৭১-কে। তেমনিভাবে ২৪-কেও। চব্বিশ আমাদের ইতিহাসের শুধু অংশ নয়, চব্বিশ এখন আমাদের কলিজার অংশ। এই চব্বিশকে সম্মান করলেই বাংলাদেশ এবং জাতিকে সম্মান করা হবে।

জামায়াত আমির বলেন, অতীতকে ভুলে গিয়ে জাতিকে এগিয়ে নিতে হবে। আমরা চাই না, কেউ আমাদের জাতির মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করুক। গত ৫৪ বছরে আমরা নানা শাসন দেখেছি। এখন নতুন একটি বাংলাদেশ গঠনের জন্য আমাদের একত্রিত হওয়া প্রয়োজন। বিভক্তি নয়, ঐক্য; হিংসা নয়, ভালোবাসা; দুর্নীতি নয়, স্বচ্ছতা; অবিচার নয়, সুবিচার—এমন মূলনীতি নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।

তিনি আরও উল্লেখ করেন, পার্টি ও নেতা-কর্মীরা কখনো অন্যায়ের সঙ্গে আপস করেনি। আমাদের নেতারা হাস্যরসের মধ্যেও জীবন দিয়েছেন। আমরা কোনো অন্যায়ের সঙ্গে আপস করবো না। তবে কল্যাণের জন্য যেখানে সুযোগ আছে, সেই পথে এগিয়ে যাব। আমরা সবাইকে সংশোধনের আহ্বান জানাই—অপকর্ম থেকে বিরত থাকুন, ক্ষমা চেয়ে উন্নতির পথ গ্রহণ করুন।

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান সাংবাদিকদেরও সতর্ক করে বলেন, সংবাদে খণ্ডিত বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করবেন না। সাংবাদিক সমাজের দায়িত্ব রয়েছে সঠিক তথ্য পরিবেশন করা। চতুর্থ স্তম্ভ হিসেবে আপনারা জাতির বিবেককে সঠিকভাবে প্রতিনিধিত্ব করুন।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নূরুল ইসলাম বুলবুল ও মাওলানা রফিকুল ইসলাম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD