Logo

বিজয় দিবসে উপলক্ষ্যে বাংলাদেশিদের শুভেচ্ছা জানালেন ফখরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর, ২০২৫, ২০:০৯
7Shares
বিজয় দিবসে উপলক্ষ্যে বাংলাদেশিদের শুভেচ্ছা জানালেন ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ফাইল ছবি

মহান বিজয় দিবস উপলক্ষ্যে দেশের ভেতরে ও বাইরে অবস্থানরত সব বাংলাদেশির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

সোমবার (১৫ ডিসেম্বর) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এই শুভেচ্ছা বার্তা দেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৬ ডিসেম্বর বাঙালি জাতির গৌরব ও আত্মমর্যাদার প্রতীক। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ এবং দুই লক্ষ মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতার লাল-সবুজ পতাকা। ১৯৭১ সালের এই দিনে পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাংলাদেশ শত্রুমুক্ত হয়।

বিজ্ঞাপন

বিজয় দিবসের এই তাৎপর্যপূর্ণ মুহূর্তে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, স্বাধীনতার লক্ষ্যে যারা জীবন উৎসর্গ করেছেন—সেসব অজ্ঞাতনামা শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির স্বপ্ন নিয়ে আমরা এই যুদ্ধে অংশ নিয়েছিলাম। সেই স্বপ্ন বাস্তবায়নে আজও আমাদের সংগ্রাম অব্যাহত রয়েছে। ঐক্যবদ্ধ প্রয়াসে আমরা অবশ্যই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমান কর্তৃত্ববাদী শক্তি জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করে স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম করেছে। মানুষের গণতান্ত্রিক অধিকার ও আন্দোলন দমনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দণ্ড দিয়ে দীর্ঘদিন কারাবন্দি করে রাখা হয়েছিল।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ শক্তিতে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটে। এখন ধারাবাহিক আন্দোলন ও সম্মিলিত প্রয়াসের মাধ্যমে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খলভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সবশেষে, বিজয় দিবসের এই শুভক্ষণে দেশ ও জাতির কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD