Logo

বর্তমান অথর্ব ইসির অধীনে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়: নাহিদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর, ২০২৫, ১৯:৫৫
8Shares
বর্তমান অথর্ব ইসির অধীনে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়: নাহিদ
নাহিদ ইসলাম | ছবি: সংগৃহীত

বর্তমান নির্বাচন কমিশনের অধীনে দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এই কমিশন অথর্ব হয়ে পড়েছে এবং জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার প্রতিবাদে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সমাবেশের মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে—বাংলাদেশ ও জুলাই বিপ্লবের পক্ষের শক্তিগুলো ঐক্যবদ্ধ। তার মতে, ওসমান হাদির শরীরে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা কেবল একজন ব্যক্তির ওপর হামলা নয়, এটি পুরো জুলাই বিপ্লবের ওপর আঘাত। ইতিহাস সাক্ষ্য দেয়, যখনই বাংলাদেশ আক্রান্ত হয়েছে, তখনই তরুণরা প্রতিরোধ গড়ে তুলেছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ইতোমধ্যে জোরালো হয়েছে। নৈতিকতার জায়গা থেকে তিনি আর এ দায়িত্বে থাকার অধিকার রাখেন না বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম।

তার ভাষ্য অনুযায়ী, ৫ আগস্টের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি এবং ধারাবাহিকভাবে জুলাই বিপ্লবের কর্মীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।

আসন্ন বিজয় দিবসের প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, ১৬ ডিসেম্বর শুধু বিজয়ের দিন নয়, এটি প্রতিরোধের সূচনার স্মারকও। স্বাধীনতার সেই প্রতিরোধ ছিল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, যা আজও অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

তিনি ঘোষণা দেন, বিজয় দিবসে সারা দেশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের কর্মসূচি শুরু হবে এবং জনগণ ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামবে।

নাহিদ ইসলাম আরও বলেন, ভারত যদি মনে করে ৫ আগস্টের পরও বাংলাদেশের রাজনীতিতে আগের মতো হস্তক্ষেপ বা নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করা যাবে, তবে সেটি ভুল ধারণা। ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা বিচ্ছিন্ন নয় এবং প্রধান নির্বাচন কমিশনারের সাম্প্রতিক বক্তব্যের পর তার পদে থাকার নৈতিক বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আদৌ সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না—এই প্রশ্ন এখন জনমনে স্পষ্ট।

অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনারকে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD