সায়েন্সল্যাবে সংঘর্ষ: গয়েশ্বরসহ আসামি ৫ শতাধিক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:১১ পিএম, ২৪শে মে ২০২৩


সায়েন্সল্যাবে সংঘর্ষ: গয়েশ্বরসহ আসামি ৫ শতাধিক
প্রতীকী ছবি

রাজধানীর সায়েন্সল্যাবে বিএনপির পদযাত্রা থেকে হামলা-ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে। 


খোঁজ নিয়ে জানা গেছে, দুটি মামলা করা হয়েছে ধানমন্ডি থানায়। অন্যটি নিউমার্কেট থানায়। মামলার ৩ টির বাদী পুলিশই। এ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ দলটির পাঁচ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।


বুধবার (২৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া। 


তিনি জানান, গতকালের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দুটিতে ৫২ জনের নাম উল্লেখ করা হয়েছে।


নিউমার্কেট থানার এসআই সবুজ মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার বিএনপির পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।


পুলিশের করা মামলায় বিএনপির ১২ নেতাকর্মীকে তিনদিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়েছে। বুধবার (২৪ মে) আসামিদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ।


জেবি/ আরএইচ/