সিলেট সিটি নির্বাচনে ৫ স্বতন্ত্র মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ২৫শে মে ২০২৩
সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে ৫ মেয়র পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া সবাই স্বতন্ত্র প্রার্থী।
বৃহস্পতিবার (২৫ মে) সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মেয়র পদপ্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা মো. ফয়সল কাদির।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- সামছুন নুর তালুকদার, মোহাম্মদ আবদুল মান্নান খান, জাহিদ উদ্দিন, মো. শাহজাহান মিয়া, মোশতাক আহমেদ রউফ মোস্তফা।
রিটার্নিং কর্মকর্তা মো. ফয়সল কাদির সাংবাদিকদেরকে জানান, সম্পদের হিসাবে গড়মিল, আয়কর রিটার্ন দাখিলের কাগজ জমা না দেওয়া, মনোনয়নপত্রের সঙ্গে সমর্থক হিসেবে দেওয়া ব্যক্তিদের নাম ভোটার তালিকায় না থাকাসহ কয়েকটি কারণে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
তারা আগামী তিন দিনের মধ্যে এ ব্যাপারে আপিল করতে পারবেন। সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে ১১ জন প্রার্থী মনোনয়পত্র জমা দেন। এদের মধ্যে বাকি ছয়জনের মনোনয়নপত্র বৈধ হয়।
জেবি/ আরএইচ/