Logo

সুনামগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ নিহত ৩

profile picture
জনবাণী ডেস্ক
৭ আগস্ট, ২০২৫, ০৩:২৯
36Shares
সুনামগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ নিহত ৩
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন, যাদেরকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৬ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের সামনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী স্নেহা চক্রবর্তী (২১), সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিটের শিক্ষার্থী আফসানা জাহান খুশি (১৯) ও সুনামগঞ্জ শহরের আলীপাড়ার বাসিন্দা সফিকুল ইসলাম (৪৫)। স্নেহা চক্রবর্তীর বাড়ি শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামে, তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে শহরের বাসায় ফিরছিলেন। আফসানা জাহান খুশি সুনমাগঞ্জ শহরের বাসিন্দা। 

আহতরা হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার লালরচর গ্রামের বিনয় ভূষণ পালের মেয়ে ঐশি রানী পাল (১৮) ও সিএনজি চালক শান্তিগঞ্জ উপজেলার বসিয়া খাউড়ি গ্রামের রমজান আলীর ছেলে রশিদ আহমদ (২৫)। 

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাত দিয়ে ট্রাফিক পুলিশ জানিয়েছে, নিয়ম ভেঙে বাসের চালক দ্রুত গতিতে অন্য একটি গাড়িকে অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বাস ফেলে পালিয়ে গেছে বাসের চালক ও হেলপার। 

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৬ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস শান্তিগঞ্জের সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট থেকে শহরে ফিরছিলেন শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী ও আফসানা জাহান খুশি। একই সিএনজিতে করে শহরে ফিরছিলেন সফিকুল ইসলাম ও ঐশি রানী পাল। তাদের বহনকারী সিএনজি গাড়িটি বাহাদপুর এলাকায় আসলে বিপরীতদিক (সুনামগঞ্জ শহর) থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস নিয়ম ভেঙে আরেকটি গাড়িতে দ্রুত অতিক্রম করার সময় তাদের সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। 

এতে সিএনজির ভেতরে চাপা পড়ে ৩ জন ঘটনাস্থলেই নিহত হন এবং চালক ও যাত্রী ঐশি রানী পাল গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ও আহত ২ জনকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তবে আহত দুই জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

বিজ্ঞাপন

সুনামগঞ্জ ট্রাফিক বিভাগের পরিদর্শক (ওসি) মো. আবু হানিফ বলেন, বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। আহত দুই জনকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী এবং দুর্ঘটনাকবলিত দুইটি গাড়ির অবস্থান দেখে মনে হয়েছে বাস চালকের ওভারটেকিংয়ের কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

বিজ্ঞাপন

অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন জানান, বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD