জীবননগরে পুরাতন কাপড়ের দোকানে ক্রেতাদের ভিড়

জীবননগরে দিন দিন বেড়েই চলেছে শীতের তীব্রতা। সকালে ঘন কুয়াশা আর দিনের বেলায় হিমেল বাতাসে জনজীবনে নেমে এসেছে শীতের আমেজ।
বিজ্ঞাপন
ফলে উপজেলার কোথাও এখন ১১–১২ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নেমে যাচ্ছে বলে জানায় স্থানীয়রা।
শীতের এই হঠাৎ বাড়তি প্রকোপে সবচেয়ে বেশি জমজমাট হয়ে উঠেছে জীবননগর বাজারের (নিক্সন পট্টি) পুরাতন কাপড়ের দোকান গুলোতে। বিভিন্ন বাজারের ফুটপাত থেকে শুরু করে দোকানের ভেতর সব জায়গাতেই দেখা যাচ্ছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। বেশিরভাগ ক্রেতাই কম খরচে গরম কাপড় কেনার জন্য ভিড় করছেন এসব দোকানে।
বিক্রেতারা জানান, গত কয়েকদিন ধরেই ক্রেতার সংখ্যা চোখে পড়ার মতো বেড়েছে। বিশেষ করে শিশুদের সোয়েটার, জ্যাকেট, কম্বল, টুপি ও গ্লাভসের চাহিদা এখন বেশি।
বিজ্ঞাপন
স্থানীয় এক দোকানির ভাষ্য, শীত বাড়ার সাথে সাথে আমাদের দোকানে ক্রেতার ভিড়ও বাড়ছে। সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকতে হচ্ছে।
এদিকে নিম্নআয়ের মানুষজন জানান, নতুন কাপড়ের দাম বেশি হওয়ায় তারা পুরাতন কাপড়ের দোকানেই ভরসা রাখছেন।
বিজ্ঞাপন
শীত আরও কয়েকদিন স্থায়ী হতে পারে বলে ধারণা স্থানীয়দের। শীত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়বে বলেও মনে করছেন ব্যবসায়ীরা।








