টানা ৫ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

পঞ্চগড়ে টানা পাঁচ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই অবস্থান করছে। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে সাধারণ মানুষের দুর্ভোগ।
বিজ্ঞাপন
রাস্তাঘাট, বাড়ির উঠান ও চা-স্টলের সামনে খড়কুটো জ্বালিয়ে অনেকেই ঠান্ডা থেকে বাঁচার চেষ্টা করছেন। বিশেষ করে নিম্নআয়ের মানুষদের হাড়কাঁপানো শীতে কাজে বের হতে কঠিন হয়ে পড়ছে।
বুধবার (১০ ডিসেম্বর) ভোর ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। ভোরে হালকা কুয়াশা থাকলেও পরে রোদ উঠেছে, তবে তাতে তেমন উষ্ণতা পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
এর আগের দিনগুলোতে তাপমাত্রার চিত্র ছিল এমন
মঙ্গলবার (৯ ডিসেম্বর): সর্বনিম্ন ১০.৭°С, আর্দ্রতা ৯৯%, সর্বোচ্চ ২৭.২°С
সোমবার (৮ ডিসেম্বর): সর্বনিম্ন ১০.৪°С, আর্দ্রতা ৮৪%, সর্বোচ্চ ২৭.২°С
বিজ্ঞাপন
রোববার (৭ ডিসেম্বর): সর্বনিম্ন ১০.৫°С, আর্দ্রতা ৯৯%, সর্বোচ্চ ২৬.৭°С
শনিবার (৬ ডিসেম্বর): সর্বনিম্ন ১০.৫°С, আর্দ্রতা ৯৪%, সর্বোচ্চ ২৬.৫°С
বিজ্ঞাপন
একটানা কয়েকদিনের এই তাপমাত্রার ওঠানামা শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত কয়েকদিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকছে এবং সামনে তাপমাত্রা আরও কমতে পারে।








