Logo

গাজীপুরে ভয়াবহ আগুনে কারখানা-গুদাম-কলোনি পুড়ে ছাই

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
১০ ডিসেম্বর, ২০২৫, ১২:০৩
5Shares
গাজীপুরে ভয়াবহ আগুনে কারখানা-গুদাম-কলোনি পুড়ে ছাই
ছবি: সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি জুটের গুদাম, দুটি মিনি কারখানা ও একটি কলোনি সম্পূর্ণ পুড়ে গেছে। এতে সংশ্লিষ্ট মালিকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।

বিজ্ঞাপন

ধারাবাহিকভাবে একই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগ ফকির মার্কেট এলাকায় আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ও চৌরাস্তা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রথমে একটি জুট গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের দুটি মিনি কারখানা ও একটি কলোনিতে। স্থানীয়রা আগুন দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন জানান, চারটি ইউনিট একযোগে কাজ করে ভোর সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD