Logo

কুমিল্লায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
৯ ডিসেম্বর, ২০২৫, ১৮:২১
9Shares
কুমিল্লায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
ছবি: প্রতিনিধি

কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে নবাগত পুলিশ সুপার মো: আনিসুজ্জামান, পিপিএম এর সঙ্গে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভা শুরুতে পুলিশ সুপার জেলার বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

বিজ্ঞাপন

সভায় পুলিশ সুপার বলেন, সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক। তিনি কুমিল্লা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, সাইবার বুলিং প্রতিরোধ, কিশোর গ্যাং দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ, যানজট নিরসন, সামাজিক জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের আস্থা অর্জনের মাধ্যমে উন্নত পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পাশাপাশি তিনি সুশাসন প্রতিষ্ঠায় আইনের শাসন বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

মতবিনিময় সভায় কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD