কক্সবাজারে যুবদলের ২ কর্মীকে দুর্বৃত্তের গুলি

কক্সবাজার শহরের বাইপাস সড়কে যুবদলের দুই কর্মীকে অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি করেছেন। এতে গুলিবিদ্ধ দুইজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে বাইপাস সড়কের উত্তরণ আবাসিক এলাকায় মোটরসাইকেলে হেলমেট পরে আসা দুর্বৃত্তরা গুলি করে সেখান থেকে পালিয়ে যায় বলে জানিয়েছেন কক্সবাজার পৌর যুবদলের সভাপতি আজিজুল হক সোহেল।
গুলিবিদ্ধরা হলেন লারপাড়া এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম (৩৫) ও মোহাম্মদ ফারুক (৩৪)।
কক্সবাজার পৌর যুবদলের সভাপতি আজিজুল হক সোহেল জানান, দুজনই সক্রিয়ভাবে যুবদলের রাজনীতিতে জড়িত। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রামে পাঠান কর্তব্যরত চিকিৎসক।
বিজ্ঞাপন
তিনি জানান, ২০২৩ সালের জানুয়ারিতে সাইফুলের আপন ভাই সাইদুল ও চাচাতো ভাই কায়সারকে ব্যাডমিন্টন খেলায় বাগ্বিতণ্ডা জেরে হত্যা করা হয়েছিল। হত্যায় জড়িতরা সাইফুলের প্রতিপক্ষ হিসেবে পরিচিত, তারা সাইফুলের ওপর গুলির ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমি উদ্দিন জানান, গুলির প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
এদিকে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজারের পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান। এ সময় তিনি দ্রুত সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িত সকলকে গ্রেফতারের লক্ষ্যে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট সকল অফিসারকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।








