কুড়িগ্রামে পুকুরে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত দুই শিশু হলো- কর্তিমারী এলাকার শাহজাহানের ছেলে শাহবাব মণ্ডল (২) ও দিগলাপাড়া এলাকার আবু তালেবের ছেলে আবু তোহা মণ্ডল (৩)। তারা সম্পর্কে মামা–ভাগ্নে।
আরও পড়ুন: পটুয়াখালীতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে বাড়ির সামনে খেলাধুলার সময় অসাবধানতাবশত তারা পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজ শুরু করে পরে পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সরবেশ আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঘটনাটিকে হৃদয়বিদারক বলে মন্তব্য করেছেন।
রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) শাহনেয়াজ জানান, এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন।








