Logo

পটুয়াখালীতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

profile picture
জেলা প্রতিনিধি
পটুয়াখালী
১০ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৯
7Shares
পটুয়াখালীতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
ছবি: প্রতিনিধি

সকল জেলার ন্যায় পটুয়াখালীতেও বিশ্ব মানবাধিকার দিবসটি উপলক্ষে আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন পটুয়াখালী জেলা কমিটি বর্ণাঢ্য ও আনন্দ র‌্যালির আয়োজন করেছে৷

বিজ্ঞাপন

বুধবার (১০ ডিসেম্বর) সকালে শহরে সার্কিট হাউস ও ঝাউতলা সামনে থেকে আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন এর একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণের পর জেলা প্রশাসকের প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন। পরে জেলা প্রশাসকের সামনের সড়কে বিভিন্ন সংস্থার মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এ সময় জেলা কমিটি আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের (সভাপতি) মো: রিয়াজুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং সভাপতিত্বে করেন সিনিয়র সহ-সভাপতি আবুল খায়ের উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোহাম্মদ রিপন গাজী, সহ-সভাপতি রাশিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক এবং সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামানসহ সকল স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন ৷

এছাড়াও জেলায় (NPS) ন্যাশনাল প্রেস সোসাইটি মানবাধিকার সংস্থার সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নেছার উদ্দিন ও 77th International human rights Day সংস্থা ৷

বিজ্ঞাপন

জেলা আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন এর সিনিয়র সহ-সভাপতি আবুল খায়ের বক্তব্য বলেন মানবাধিকার রক্ষায় সচেতন মহলকে এগিয়ে আসার আহ্বান ও প্রতিশ্রুতি।

মানবাধিকার হলো সেইসব মৌলিক অধিকার ও স্বাধীনতা যা পৃথিবীর সকল মানুষের জন্মগত, সার্বজনীন এবং অবিচ্ছেদ্য, যা তাদের মর্যাদা রক্ষা করে এবং ব্যক্তি ও রাষ্ট্রের মধ্যে সম্পর্ক নিয়ন্ত্রণ করে; যেমন: জীবন, শিক্ষা, সমতা ও মর্যাদা লাভের অধিকার, যা আইন, সামাজিক প্রথা ও নৈতিকতা দ্বারা স্বীকৃত ও সুরক্ষিত।

বিজ্ঞাপন

এটি শুধু ধারণা নয়, বরং জীবনের প্রতিটি অংশে জড়িত যা নিশ্চিত করে মানুষ হিসেবে মর্যাদা ও ভালোভাবে বাঁচতে পারে। রাষ্ট্রকে এই অধিকারগুলো রক্ষা করতে ও পূরণ করতে বাধ্য করে এবং কিছু কাজ থেকে বিরত রাখে।এটি জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা অন্য কোনো ভেদাভেদ ছাড়াই সকল মানুষের জন্য প্রযোজ্য।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD