নারায়ণগঞ্জে মোবাইল ফোন বিস্ফোরণ, চিকিৎসাধীন একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চার্জে লাগানো মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন মো. আলাউদ্দিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৯ নভেম্বর) রাত পৌনে ৯টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।বাকি তিনজন এখনো চিকিৎসাধীন আছেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জারি চিকিৎসক শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে আলাউদ্দিনের দেহ ৪০ শতাংশ পুড়েছিল। আইসিইউতে চিকিৎসা নেয়াকালীন গতরাতে তিনি মারা যান। তার পরিবারের বাকি তিন সদস্য চিকিৎসা নিচ্ছেন।
বিজ্ঞাপন
এর আগে ৬ ডিসেম্বর গভীর রাতে উপজেলার কাঁচপুর ইউনিয়নের চাঁদমহল সিনেমা হলের পেছনের পাঠাত্তা এলাকার একটি বাসায় মোবাইল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে পরিবারের মোট চার সদস্য অগ্নিদগ্ধ হয়ে আহত হন। হঠাৎ বিকট শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।








