খেলাপি ঋণ বেড়ে ১ লাখ ৩১ হাজার কোটি টাকা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:২৯ অপরাহ্ন, ২৮শে মে ২০২৩


খেলাপি ঋণ বেড়ে ১ লাখ ৩১ হাজার কোটি টাকা
ফাইল ছবি

আবারও দেশে ব্যাংক খাতের খেলাপি ঋণ বেড়েছে। গত জানুয়ারি-মার্চ সময়ে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৬২০ কোটি টাকা। এর মধ্যে গত বছরের ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত ৩ মাসে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ১১ হাজার কোটি টাকা।


রবিবার (২৮ মে) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ ব্যাংক খাতের মোট ঋণের ৮ দশমিক ৮০ শতাংশ। ।


আরও পড়ুন: দেশের বাজারে সোনার দাম কমেছে


খেলাপি ঋণের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে রয়েছে ৫৭ হাজার ৯৫৯ কোটি টাকা বা ১৯ দশমিক ৮৭ শতাংশ। এ ছাড়া বেসরকারি ব্যাংকগুলোর ৬৫ হাজার ৮৮৯ কোটি টাকা বা ৫ দশমিক ৯৬ শতাংশ ঋণ খেলাপি হয়েছে।


আরও পাড়ুন: আদার ঝাঁজে অসহায় ক্রেতা


অপরদিকে, বিদেশি ব্যাংকগুলোর ৩ হাজার ৪২ কোটি টাকা বা ৪ দশমিক ৯০ শতাংশ ঋণ খেলাপি। আর সরকারি মালিকানাধীন বিশেষায়িত ৩ টি ব্যাংকের মোট ঋণের ১২ দশমিক ৮০ শতাংশ বা ৪ হাজার ৭৩২ কোটি টাকা বর্তমানে খেলাপি।


জেবি/এসবি