Logo

পড়তে বলায় খিলগাঁওয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

profile picture
জনবাণী ডেস্ক
২৯ মে, ২০২৩, ২১:৩৩
43Shares
পড়তে বলায় খিলগাঁওয়ে স্কুলছাত্রের আত্মহত্যা
ছবি: সংগৃহীত

আইনি প্রক্রিয়া শেষে সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়

বিজ্ঞাপন

খিলগাঁওয়ে পড়াশোনার জন্য চাপ দেওয়ায় জাহিদুল ইসলাম(১৬) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছেন। সে বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

সোমবার (২৯ মে) সকালে থানার ভূইয়া বাড়ি রোড এলাকার বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

খিলগাঁও থানার এসআই ইলিয়াস হোসেন বলেন, আমরা খবর পেয়ে পাঁচ তলা একটি বাসায় যাই। সেখানে ডাইনিং রুম থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

পুলিশ কর্মকর্তা জানান, বর্তমানে তারা ভুইয়াবাড়ি রোডের দারোগাবাড়ির পঞ্চম তলায় ভাড়া থাকতো। তাদের বাড়ি পটুয়াখালী জেলার সদর থানা এলাকায়। সে আব্দুর রহিমের ছেলে ছিল।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD