এবার স্ক্রিন শেয়ার করা যাবে হোয়াটসঅ্যাপে
🕐 প্রকাশ: ০২:৪৬ পিএম, ৩০শে মে ২০২৩

ফাইল ছবি
শীর্ষ টেক জায়ান্ট মেটার অঙ্গ প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় স্ক্রিন শেয়ার করা যাবে।
ডব্লিউএবেটাইনফো’র এক রিপোর্ট অনুযায়ী, যেসব ব্যবহারকারী অ্যানড্রয়েড 2.23.11.19 আপডেট ইন্সটল করবেন, তারাই এই ফিচার ব্যবহার করতে পারবেন। হোয়াটসঅ্যাপ জানায়, নতুন এই ফিচারের কারণে ব্যবহারকারীদের অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও উন্নত হবে।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তা ‘এডিট’ করা যাবে
এর ফলে গুগল মিট বা জুম কলের মতোই ভিডিও কলের সময়ে ডিভাইসের স্ক্রিন শেয়ার করা যাবে। এখন থেকে কোনো বিষয়ে দেখানো, বোঝানো অনেক সহজ হবে। ধীরে ধীরে ভিডিও মিটিং প্ল্যাটফর্মের স্থানই দখল করতে চাইছে হোয়াটসঅ্যাপ। তাদের সাম্প্রতিক পদক্ষেপ থেকে এটুকু স্পষ্ট।
আরও পড়ুন: শিবচরে বসে ৩৫০ কর্মী নিয়ে বিদেশের কাজ করেন সহিদুল
অ্যাপের নতুন আপডেটে ব্যবহারকারীরা ভিডিও কলের সময় কল কন্ট্রোল ভিউতে একটি নতুন আইকন দেখতে পাবেন। সেখান থেকে স্ক্রীন শেয়ারের অপশন পছন্দ করলেই ডিভাইসের ডিসপ্লেতে যা যা দেখা যাচ্ছে, তার সবই ভিডিও কলে যুক্ত অপর প্রান্তের ব্যক্তিরা দেখতে পাবেন। তবে হ্যাঁ, এই কনটেন্ট শেয়ারিংয়ের পারমিশন আপনার ডিভাইস থেকেই দিতে হবে।
জেবি/এসবি
২৬ বছরে পা দিল গুগল
🕐 প্রকাশ: ০৪:১৫ পিএম,২৭শে সেপ্টেম্বর ২০২৩

ফাইল ছবি
বিশ্বের শীর্ষ টেক জায়ান্ট গুগল। প্রতিষ্ঠানটির সার্চ ইঞ্জিন গুগলের দেখতে দেখতে ২৫ বছর হয়ে গেলো। বুধবার (২৭ সেপ্টেম্বর) ২৬ বছরে পা দিয়েছে গুগল। এ উপলক্ষ্যে গুগল বিশেষ ডুডল তৈরি করেছে।
গুগলের শুরুটা হয়েছিল কীভাবে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। ই-কমার্স, ডিজিটাল বিজ্ঞাপনের মধ্য দিয়ে এখন ১ ট্রিলিয়ন ডলারের কোম্পানি গুগল।
গত ১৯৯৮ সালে ল্যারি পেইজ ও সের্গেই ব্রিনের হাত ধরে যাত্রা শুরু হয় সার্চ ইঞ্জিন গুগলের। বিশ্বে বিভিন্ন ডেটা সেন্টারে এক মিলিয়ন সার্ভার চালায় গুগল। দিনে ৫০০ কোটির বেশি অনুসন্ধানের জবাব দেয়।
আরও পড়ুন: ফ্যামিলি গার্ড ফিচার আনলো ইমো
গুগল সার্চ ইঞ্জিনের শুরুতে নাম ছিল গুগোল (googol)। কিন্তু কোম্পানি নিবন্ধনের সময় বানান ভুল হওয়ার কারণে এর নাম গুগল (Google) হয়ে যায়। ১৯৯৮ সালে গুগল এক লাখ মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে যাত্রা শুরু করে। সেই বিনিয়োগ করেছিলেন সান মাইক্রোসিস্টেমের সহপ্রতিষ্ঠাতা অ্যান্ডি বেসটোলসহাইম।
আরও পড়ুন: প্রযুক্তির ব্যবহারে বিমা খাতের আস্থা ফিরিয়ে আনা সম্ভব: ইডরা চেয়ারম্যান
সার্চ ইঞ্জিন হিসেবে যাত্রা শুরু করলেও পরবর্তীতে আরো নতুন নতুন ফিচার নিয়ে গ্রাহকের কাছে হাজির হয়েছে গুগল। গুগলের পণ্য ও সবার মধ্যে রয়েছে ই-মেইল সেবা জিমেইল, মানচিত্র ওয়েজ ও ম্যাপস, ক্লাউড কম্পিউটিং সেবা ক্লাউড, ওয়েবসাইট দেখার সফটওয়্যার ক্রোম, ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউব, ওয়ার্কস্পেস, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, ক্লাউডে তথ্য সংরক্ষণের ড্রাইভ, অনুবাদের জন্য ট্রান্সলেট, ছবি রাখার জন্য ফটোজ, ভিডিও কল করার মিট, স্মার্ট বাড়ির জন্য নেস্ট, পিক্সেল স্মার্টফোন, পরিধেয় প্রযুক্তি পিক্সেল ওয়াচ ও ফিটবিট, গান শোনার ওয়েবসাইট ইউটিউব মিউজিক, ভিডিওর জন্য ইউটিউব টিভি, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির গুগল অ্যাসিস্ট্যান্ট, মেশিন লার্নিং এপিআই টেনসরফ্লো, এআই চিপস টিপিইউ। এ ছাড়া প্রায়ই নিত্যনতুন ফিচার নিয়ে আসছে এই প্রযুক্তি গুগল।
জেবি/এসবি
ফ্যামিলি গার্ড ফিচার আনলো ইমো
🕐 প্রকাশ: ০২:২৬ পিএম,২৭শে সেপ্টেম্বর ২০২৩

ফাইল ছবি
সম্প্রতি নতুন ফিচার নিয়ে এসেছে ইমো। ফ্যামিলি গার্ড নামে এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের সুরক্ষা ও গোপনীয়তা সম্পর্কিত বিষয়গুলো সুরক্ষিত করা যায়।
এর ফলে ব্যবহারকারীরা তাদের কাছের মানুষকে সুরক্ষা সংশ্লিষ্ট ঝুঁকি এবং হুমকি থেকে সুরক্ষিত রাখতে পারবেন। সুরক্ষিত কোনো অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি অস্বাভাবিক কোনো কর্মকাণ্ড দেখা যায় সে ক্ষেত্রে অভিভাবকরা সেফটি অ্যালার্ট পাবেন।
ফিচারের মাধ্যমে অভিভাবকরা অনাকাক্সিক্ষত ঘটনা থেকে ব্যবহারকারীর অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে সহায়তা করতে পারবেন।
আরও পড়ুন: প্রযুক্তির ব্যবহারে বিমা খাতের আস্থা ফিরিয়ে আনা সম্ভব: ইডরা চেয়ারম্যান
যখন কোনো সুরক্ষিত অ্যাকাউন্টের ক্ষেত্রে অস্বাভাবিক ঘটনা; লগ-ইন করার চেষ্টা, ফোন নম্বর পরিবর্তন এবং অপরিচিত ডিভাইস বা লোকেশন থেকে অ্যাকাউন্ট ডিলিটের চেষ্টার মতো অপ্রত্যাশিত কোনো প্রচেষ্টা দেখা যাবে, তখনই সম্ভাব্য এসব ঝুঁকি থেকে অ্যাকাউন্টের সুরক্ষায় অভিভাবকরা সেফটি অ্যালার্ট পাবেন।
আরও পড়ুন: ১৪ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল
অভিভাবকরা সিকিউরিটি অ্যালার্ট পাওয়া মাত্রই ‘রিমাইন্ড ফ্রেন্ড’ বাটনে ক্লিক করতে পারবেন। এর মাধ্যমে ওই ব্যবহারকারীর কাছে তাৎক্ষণিক বার্তা চলে যাবে।
জেবি/এসবি
প্রযুক্তির ব্যবহারে বিমা খাতের আস্থা ফিরিয়ে আনা সম্ভব: ইডরা চেয়ারম্যান
🕐 প্রকাশ: ০৪:৩৫ পিএম,১৪ই সেপ্টেম্বর ২০২৩

ছবি: সংগৃহীত
২০২১ সালে জিডিপিতে বিমা খাতের অবদান ছিল ০ দশমিক ৫ শতাংশ, যা ২০২৩ সালেও একই রয়ে গেছে উল্লেখ করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (ইডরা) চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী বলেছেন, ‘বিমা সম্পর্কে জ্ঞান সীমিত হওয়ায় এবং সময়মতো বিমার দাবি না পাওয়ায় মানুষ এই খাতে আস্থা হারিয়েছে। বিমা খাতে সম্ভাবনা অনেক, প্রযুক্তির ব্যবহারে আস্থা ফিরিয়ে আনা সম্ভব।’
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত ‘ইনস্যুরটেক- স্মার্ট বাংলাদেশ গঠনে একটি নতুন মাইলস্টোন’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: রিজেন্ট সাহেদের জামিন মঞ্জুর
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এসময় তিনি বলেন, বেসিস, ইডরা ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন একসঙ্গে কাজ করলে ইনস্যুরটেক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নতুন মাইলফোলক হিসেবে কাজ করবে।
আরও পড়ুন: স্থানীয় সরকার দিবস পালনে গণভবনে প্রবেশ করছেন জনপ্রতিনিধিরা
বেসিস সভাপতি রাসেল টি আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বেসিসের সহ-সভপতি (প্রশাসন) আবু দাউদ খান। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বেসিসের ফিনটেক অ্যান্ড ডিজিটাল পেমেন্টস বিষয়ক স্থায়ী কমিটির কো-চেয়ারম্যান ফিদা হক।
বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন বেসিসকে ইন্সুরেন্সকে প্রযুক্তির আওতায় আনার নীতিমালা প্রস্তাবের পাশাপাশি কীভাবে ইন্সুরেন্স সম্পর্কে নেতিবাচক সামাজিক মানসিকতা বদলানো যায়, সে ব্যাপারেও নীতিমালা প্রস্তাব করতে আহ্বান জানান।
এখন কী ধরনের বিমা প্রয়োজন, কী ধরনের প্রযুক্তি দরকার, নতুন প্রজন্মকে কীভাবে উদ্বুদ্ধ করা যায় এবং জিডিপিতে কীভাবে বিমার অবদান বৃদ্ধি করা যায়— এসব বিষয় নিয়ে আইসিটি ও বিমা সংগঠনগুলোকে একত্রে কাজ করার আহ্বান জানান বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ।
উল্লেখ্য, সম্প্রতি তথ্যপ্রযুক্তি খাতকে বিমা সেবায় সম্পৃক্ত করতে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ রেগুলেটরি স্যান্ডবক্স গাইডলাইন্স জারি করেছে।
১৪ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল
🕐 প্রকাশ: ০৭:৩০ পিএম,৬ই সেপ্টেম্বর ২০২৩

ফাইল ছবি
নির্ধারিত সময়ে লাইসেন্স নবায়ন না করায় ১৪টি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের (আইএসপি) লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। একইসঙ্গে এসব কোম্পানির সঙ্গে কোনও চুক্তি বা কোনও ধরনের আর্থিক লেনদেন না করতে সবাইকে সতর্ক করেছে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানটি।
সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিটিআরসি।
এতে বলা হয়, “নির্ধারিত সময়ে লাইসেন্স নবায়ন না করায় ১৪টি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের (আইএসপি) লাইসেন্স বাতিল করা হয়েছে। এসব আইএসপির সব ধরনের কার্যক্রম সম্পূর্ণ অবৈধ ও বাংলাদেশ টেলিযোগাযোগ আইন-২০০১ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।”
আরও পড়ুন: ৭ দিন মেয়াদের নিচে ইন্টারনেট প্যাকেজ আর থাকছে না
লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- বর্নিল নেটওয়ার্ক সিস্টেম লিমিটেড, আইটি নেক্সট টেকনোলজি, সাইবার কমিউনিকেশন, নিউ জেনারেশন ইন্টারনেট সার্ভিসেস লিমিটেড, এশিয়ান সিটি অনলাইন (বিডি) লিমিটেড, আপন এন্টারপ্রাইজ, স্পার্কিং ওয়ার্ল্ড রেইন আইসিটি, সেগুন বাগিচা সেফনেট অনলাইন স্পিড অনলাইন, ভেস্টেল ক্যাবল টিভি নেটওয়ার্কস লিমিটেড, ওয়েব সলিউশন, চাঁদপুর নেট, এয়ারনেট কমিউনিকেশন।
জেবি/এসবি
৭ দিন মেয়াদের নিচে ইন্টারনেট প্যাকেজ আর থাকছে না
🕐 প্রকাশ: ০৮:১৯ পিএম,৫ই সেপ্টেম্বর ২০২৩

ফাইল ছবি
মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারের সাত দিনের নিচে আর কোনো প্যাকেজ থাকবে না। ডেটাভিত্তিক প্যাকেজের সংখ্যা কমিয়ে সর্বোচ্চ ৪০টি করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তবে নতুন করে দুই মেয়াদের প্যাকেজ করা হচ্ছে। পাশাপাশি সীমাহীন মেয়াদের (আনলিমিটেড) প্যাকেজটি থাকছে। অপারেটররা বলছে, “বিটিআরসির নতুন সিদ্ধান্তে গ্রাহকের বাছাইয়ের সুযোগ কমে যাবে এবং প্যাকেজের দামও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকবে।”
এ বছরের মে মাসে মোবাইল ডেটার প্যাকেজ নির্ধারণ করে দেওয়ার একটি খসড়া পরিকল্পনা করার কথা জানিয়েছিল বিটিআরসি। এর জন্য তারা অনলাইনে একটি জরিপ করে গেল মে মাসে তার ফলাফল তুলে ধরে। সেই জরিপের ফলাফলে বিটিআরসি জানিয়েছিল, “বেশি সংখ্যক গ্রাহক ইন্টারনেট প্যাকেজের সংখ্যা ৪০ থেকে ৫০টির মধ্যে রাখার মতো দিয়েছেন। বেশির ভাগ গ্রাহক চান, ইন্টারনেট প্যাকেজের মেয়াদ হওয়া উচিত তিনটি- ৭ দিন, ৩০ দিন ও নির্দিষ্ট মেয়াদহীন (আনলিমিটেড)। নতুন নির্দেশিকায় প্যাকেজ সংখ্যা সর্বোচ্চ ৪০ এবং মেয়াদ ৭, ৩০ দিন এবং আনলিমিটেড করা হচ্ছে। ”
আরও পড়ুন: টুইটারের লোগো নিলামে তুলছেন ইলন মাস্ক
বিটিআরসির সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, অপারেটরদের অ্যাপের মাধ্যমে গ্রাহকেরা নিজেদের পছন্দমত প্যাকেজ বানিয়ে নিতে পারবে। যা এই ৪০টির বাইরে হবে।
আরও পড়ুন: স্মার্টফোনেই মিলবে ঝড়-বৃষ্টির আগাম বার্তা
বিটিআরসি ৩ সেপ্টেম্বর রবিবার মোবাইল ডেটার প্যাকেজ সম্পর্কিত নির্দেশিকা প্রণয়ন চূড়ান্ত করছে। নতুন এই নির্দেশিকা সম্পর্কে মুঠোফোন অপারেটর প্রতিষ্ঠানগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে। এটি আগামী ১৫ অক্টোবর থেকে কার্যকর হবে। এর আগে আগামী ১৭ সেপ্টেম্বর বিটিআরসি আনুষ্ঠানিকভাবে নির্দেশিকা সম্পর্কে সবাইকে জানাবে।
জেবি/এসবি