Logo

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে টাকা খোয়ালেন ব্যবসায়ী

profile picture
জনবাণী ডেস্ক
৩১ মে, ২০২৩, ০৫:৩৮
16Shares
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে টাকা খোয়ালেন ব্যবসায়ী
ছবি: সংগৃহীত

বাসের মধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা কিছু খাইয়ে অচেতন করে তার কাছে থাকা আড়াই লক্ষ টাকা নিয়ে যায়

বিজ্ঞাপন

রাজধানীর বিমানবন্দর এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মো. রেজাউল করিম নামে এক লোহা ব্যবসায়ীর আড়াই রাখ টাকা খোয়া গেছে বলে জানা গেছে। 

মঙ্গলবার (৩০মে) সকাল সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বিকাল চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে তার চিকিৎসা করা হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, ভুক্তভোগী রেজাউল করিম মালামাল কেনার জন্য সাড়ে পাঁচ লাখ টাকা নিয়ে বাসে গাজীপুর যাচ্ছিল। বাসের মধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা কিছু খাইয়ে অচেতন করে তার কাছে থাকা আড়াই লক্ষ টাকা নিয়ে যায়। 

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শন) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বিমানবন্দর এলাকা থেকে অজ্ঞান পার্টির সদস্যরা এক ব্যবসায়ীর কাছে থেকে আড়াই লাখ টাকা নিয়ে যায়। তিনি সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD