কেন্দুয়ায় বিশ্ব তামাক দিবস উপলক্ষে র‍্যালি


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:২৬ অপরাহ্ন, ৩১শে মে ২০২৩


কেন্দুয়ায় বিশ্ব তামাক দিবস উপলক্ষে র‍্যালি
ছবি: জনবাণী

নেত্রকোনার কেন্দুয়ায় বিশ্ব তামাক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৩১ মে) সকালে কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে নেত্রকোনার কেন্দুয়ায় বিশ্ব তামাক দিবস উপলক্ষে এক র‍্যালি আয়োজন করা হয়। 


পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রাজিব হোসেনের সভাপতিত্বে বিশ্ব তামাক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


আরও পড়ুন: বিএসএমএমইউতে বিশ্ব আইবিডি দিবসে র‌্যালি


কেন্দুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আাশরাফ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দুয়া থানা পুলিশ পরিদর্শক (ওসি) মো. আলী হোসেন পিপিএম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তারিক আজিজ, বীর মুক্তিযোদ্ধা মো. বজলুর রহমান, গোলাম জিলানী, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা প্রমুখ। 


বিশ্ব তামাক দিবসে অতিথিরা বলেন, তামাক চাষ মাটির উর্বরাশক্তি হ্রাস করে, যেটি কৃষক জানে। তামাক চাষের কারণে খাদ্যশস্য চাষের জমি কমে যাচ্ছে। দেখা যায়, দেশের যেসব জেলায় তামাক চাষ হয়, সেখানে পুষ্টিকর খাদ্যসংকট রয়েছে। পরিবেশ, প্রাণিকুলেও তামাক চাষের বিরূপ প্রভাব দেখা যাচ্ছে। 


আরও পড়ুন: ঈদে পদ্মা সেতু দিয়ে বাইক চলাচলের দাবিতে সমাবেশ ও র‍্যালি


এ সময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষকগণ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


জেবি/ আরএইচ/