বাজেট অধিবেশন শুরু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:৩৮ অপরাহ্ন, ৩১শে মে ২০২৩


বাজেট অধিবেশন শুরু
ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। এটি একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশন। 


বুধবার (৩১ মে) বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হয়।


সংসদের এই অধিবেশনে বৃহস্পতিবার (১ জুন) আগামী অর্থ বছরের অর্থাৎ ২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি হবে একাদশ সংসদের শেষ বাজেট অধিবেশন। 


আরও পড়ুন: বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে


সংসদ সচিবালয় সূত্রে  জানা গেছে, আগামী ২৫ জুন প্রস্তাবিত বাজেট সংসদে পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। এই অধিবেশনে যে বাজেট দেওয়া হবে সেটি আওয়ামী লীগের টানা তৃতীয় মেয়াদের সরকারের শেষ বাজেট। এ বছর শেষে একাদশ জাতীয় সংসদের ৫ বছরের মেয়াদ পূর্ণ হতে যাচ্ছে। চলতি বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।


আরও পড়ুন: অগ্রণী ব্যাংকের ১৬তম বার্ষিক সাধারণ সভা

  

এদিকে,  সংসদের এ বাজেট অধিবেশনও অন্যান্য অধিবেশনের মতো করোনা স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টদেরকে আগেই করোনা পরীক্ষা করতে হয়েছে।


সভায় চলতি অধিবেশনের জন্য ৫ সদস্যের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচন করা হয়। স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী এই নাম ঘোষণা করেন। তারা হলেন, রুস্তম আলী ফরাজি, আনজুম সুলতানা, আ স ম ফিরোজ, তানভির শাকিল জয়, প্রাণ গোপাল দত্ত। স্পিকার, ডেপুটি স্পিকার না থাকলে তালিকা অনুসারে সংসদে উপস্থিতির ভিত্তিতে তারা সভা পরিচালনা করবেন।


জেবি/এসবি