প্রবাসী ও রফতানি আয়ে ডালারের দাম আরও বাড়লো

বৃহস্পতিবার (১ জুন) থেকে নতুন এই দাম কার্যকর হবে
বিজ্ঞাপন
প্রবাসী আয়ে ডলারের দাম দাম আরও ৫০ পয়সা বাড়ানো হয়েছে। আর রফতানি আয়ের ডলারের দাম বেড়েছে এক টাকা।
বৃহস্পতিবার (১ জুন) থেকে নতুন এই দাম কার্যকর হবে। রেমিট্যান্স আয়ের ক্ষেত্রে এখন প্রতি ডলারে মিলবে ১০৮ টাকা ৫০ পয়সা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এর আগে প্রবাসী আয়ে প্রতি ডলারের বিপরীতে পাওয়া যেত ১০৮ টাকা। রফতানি আয়ের ক্ষেত্রে আজ থেকে প্রতি ডলারে মিলবে ১০৭ টাকা। আগে রফতানি আয়ে প্রতি ডলারে পাওয়া যেত ১০৬ টাকা।
বুধবার (৩১ মে) ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর সংগঠন বাফেদা এ সিদ্ধান্ত নেয়।
বিজ্ঞাপন
জেবি/এসবি








