অধ্যাপক পদে পদোন্নতি পেলেন গণিত বিভাগের ড. আনিছুর


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৩:২৭ অপরাহ্ন, ১লা জুন ২০২৩


অধ্যাপক পদে পদোন্নতি পেলেন গণিত বিভাগের ড. আনিছুর
ড. আনিছুর রহমান

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২৫৯ তম সিন্ডিকেট সভার ১৯ নং সিদ্ধান্ত অনুযায়ী সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন গণিত বিভাগের ড. আনিছুর রহমান। 


বৃহস্পতিবার (১ জুন) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেন।


আরও পড়ুন: ইবিতে সি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৭.৭৪ শতাংশ


তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ২৫৯ তম সিন্ডিকেট সভায় ১৯ নং সিদ্ধান্ত অনুযায়ী গণিত বিভাগের ড. আনিছুর রহমানকে সহযোগী অধ্যাপক পদ থেকে পদোন্নতি করে অধ্যাপক পদে নিয়োগ করা হয়েছে। 


এছাড়াও সভায় তিনি ছাড়া আইন বিভাগের ড. মাকসুদা আক্তার, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মো. আব্দুল্লাহ আল মাসুদ, মো. খালিদ হোসেন জুয়েল এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ড. মো. তানভীর সরোয়ারকে অধ্যাপক পদে পদোন্নতি করা হয়েছে। এখন থেকে তারা প্রত্যেকেই নিয়মানুযায়ী বেতনস্কেলসহ সকল সুযোগ-সুবিধা পাবেন।


এ বিষয়ে অধ্যাপক ড. আনিছুর রহমান অভিমত প্রকাশ করে বলেন, আমাকে পদোন্নতি দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রসাশনকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। পদোন্নতি আমার শিক্ষা ও গবেষণার কর্মকে আরও বেগবান করে তুলবে।


আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতাকে বিচারের দাবিতে ইবিতে মানববন্ধন


প্রসঙ্গত, এর আগে ড. আনিছুর রহমান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।


জেবি/ আরএইচ/