নওগাঁর নিয়ামতপুরে থানা চত্বরে ও‘সির উদ্যোগে বৃক্ষ রোপন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৩৯ পিএম, ২রা জুন ২০২৩

নওগাঁর নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদের উদ্যোগে থানা চত্বরে ফলজ বৃক্ষ রোপন করা হয়েছে।
শুক্রবার (২ জুন) দুপুরে ওসি আসাদুজ্জামান ল্যাংড়া,ফজলী, হিমসাগর, খিরসাপাত,নাগ ফজলী,আম্রপালী, গোপালভোগ সহ বিভিন্ন জাতের আম গাছের চারা থানা চত্বরের পতিত জমিতে রোপন করেন। ফলজ বৃক্ষ রোপনকালে থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নিয়ামতপুর থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষনা দিয়েছেন কোথাও এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে। তিনি ফাঁকা জায়গা গুলোতে চাষাবাদের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। তাই থানা চত্বরের খালি জায়গা কাজে লাগাতে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। গাছপালা প্রকৃতির সৌন্দর্য্যবর্ধন,পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই আমরা জমি পতিত না রেখে যে যেখানে পারি ফলজ ও বনজ বৃক্ষ রোপন করি।
তিনি আরোও বলেন, থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ থানা চত্বরে ভিতরে অবস্থিত আমগাছের পাঁকা আম খেতে পারে।
আরএক্স/