বদরগঞ্জে শোকাহত পরিবারকে সমবেদনা জানাল কৃষকলীগ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:০১ অপরাহ্ন, ২রা জুন ২০২৩


বদরগঞ্জে শোকাহত পরিবারকে সমবেদনা জানাল কৃষকলীগ
ছবি: জনবাণী

রংপুরের বদরগঞ্জে কৃষকলীগ নেতার পিতার মৃত্যুতে শোকাহত পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়ে তাদের সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু। 


বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক জাহিদুল হক সরকার জাদু মিয়ার পিতা নুর ইসলাম (৭৫) সম্প্রতিকালে বার্ধক্যজনিত কারণে গেছেন।


আরও পড়ুন: টঙ্গীতে রনির বাড়িতে শোকের মাতম, দ্রুত লাশ চান স্বজনেরা


শুক্রবার (২ জুন) বিকেলে এই কেন্দ্রীয় নেতা প্রায় ৩ শতাধিক স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার কালুপাড়া ইউনিয়নের পুটিমারী কবিরাজপাড়া প্রত্যন্ত পল্লীতে উপস্থিত হয়ে জাদু মিয়ার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে তাদের সমবেদনা জানান।


এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বদরগঞ্জ উপজেলা কৃষকলীগের আহবায়ক অধ্যাপক সুনীল চন্দ্র সরকার, উপজেলা কৃষকলীগের উপদেষ্টা ও বদরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিমলেন্দু সরকার, উপজেলা কৃষকলীগের ও সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নুর আলম সরকার, যুগ্ম আহবায়ক আবু সুফিয়ান, লোহানীপাড়া ইউনিয়ন কৃষকলীগের সদস্য সচিব প্রশান্ত কুমার সরকার, গোপিনাথপুর ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক মমিনুল ইসলাম, রাধানগর ইউনিয়নের আহবায়ক কামাল ও উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি ফিরোজ আলীসহ কৃষকলীগের প্রায় ৩শতাধিক নেতাকর্মী। 


জেবি/ আরএইচ/