ফুলপুরে ১৮ ককটেলসহ গ্রেফতার ৩ যুবক


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ৫ই জুন ২০২৩


ফুলপুরে ১৮ ককটেলসহ গ্রেফতার ৩ যুবক
গ্রেফতারকৃত ৩ যুবক

ময়মনসিংহের ফুলপুরে ১৮ ককটেলসহ গ্রেফতার ৩ যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত। এসময় তাদের কাছ থেকে চাকু, ছুরি, তালার চাবি ও ককটেল তৈরীর সরঞ্জাম জব্দ করে পুলিশ।


রবিবার (৪ মে) সন্ধ্যায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেওয়ান মনিরুজ্জামান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


শনিবার দিবাগত রাতে পৌর শহরের চর কাজিয়াকান্দা পুরাতন ডাক বাংলোর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মো. ফখর উদ্দিনের ছেলে দিদারুল ইসলাম ওরফে দিদার (২০), গোলাম মওলা তালুকদারের ছেলে জুনায়েদ আল হাবিব ওরফে সিফাত (১৯), কবির উদ্দিনের ছেলে শাহাদাত হোসেন (২০))। 


ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, গ্রেফারকৃত তিন যুবকতে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে তুলা হলে বিচারক রিমান্ড শুনানীর দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে পৌর শহরের চর কাজিয়াকান্দা পুরাতন ডাক বাংলোর এলাকার একটি ভাড়া বাসায় কয়েকজন যুবক ককটেল তৈরী করছে। এমন সংবাদ পেয়ে রাতে অভিযান চালালে ৭-৮ জন পালিয়ে যায়। এসময় ৩ জনকে গ্রেফতার করা হয়।


ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, এই চক্রটি এক মাস বাসাআগে ভাড়া নিয়ে ককটেল তৈরী করে আসছিলেন। এদের প্রধান পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।


আরএক্স/