পঞ্চগড় জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মতিয়ার, সম্পাদক সাইফুল
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ৫ই জুন ২০২৩
পঞ্চগড় জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম পুনরায় নির্বাচিত হয়েছেন।
৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের ৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এর আগে বিনা প্রতিদ্বদ্বিতায় সভাপতি পদে মতিয়ার রহমান ও কার্যকরী সদস্য পদে কামরুল ইসলাম বিজয়ী হন।
আরও পড়ুন: পঞ্চগড়ে পৃথক স্থানে আ.লীগ ও বিএনপির শান্তিপূর্ণ সভা অনুষ্ঠিত
নির্বাচিত অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি সহিদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক জুয়েল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, সড়ক সম্পাদক ফজলুল করিম দুলাল এবং দপ্তর সম্পাদক মা. আপেল।
সমিতি ভবন নির্বাচন শেষে রাতে ফলাফল ঘাষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আমিনুর ইসলাম। নির্বাচনে ৮৯ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
জেবি/ আরএইচ/