টুইটারের যোগদান করলেন নতুন সিইও লিন্ডা ইয়াকারিনো


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১১:৩৮ এএম, ৭ই জুন ২০২৩


টুইটারের যোগদান করলেন নতুন সিইও লিন্ডা ইয়াকারিনো
লিন্ডা ইয়াকারিনো

ক্ষুদ্রব্লগ সাইট টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেযোগদান করেছেন লিন্ডা ইয়াকারিনো। এর আগে ‘ন্যাশনাল ব্রডকাস্টিং কোম্পানি ইউনিভার্সালের’ চেয়ারম্যান ছিলেন।


এছাড়াও এনবিসি ইউনিভার্সাল থেকে জো বেনারচকেও নিয়োগ করেছে টুইটার। বেনারচ মিডিয়া জায়ান্টটির যোগাযোগ ও বিজ্ঞাপন বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এছাড়া তার অংশীদারিত্বও রয়েছে সেখানে। এর আগে তিনি ফেসবুক এবং ইনস্টাগ্রামের মূল কোম্পানি ‘মেটা’তে বেশ কয়েক বছর কাজ করেছেন।


আরও পড়ুন: অডিও-ভিডিও কল চালু করছে টুইটার


লিন্ডা ইয়াকারিনোকে টুইটারের সিইও হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি গেল ১২ মে জানিয়েছিলেন প্রতিষ্ঠানটির মালিক ধনকুবের ইলন মাস্ক।


জানা যায়, তথ্যপ্রযুক্তি এবং প্রচার মাধ্যমের বাজারে লিন্ডা ইয়াকারিনো খুব পরিচিত নাম। এনবিসি ইউভার্সাল নামের ওই প্রতিষ্ঠানে তিনি ২০ বছর ধরে কাজ করছেন।


জেবি/এসবি