ছয় দফার মধ্যেই স্বাধীনতার বীজ নিহিত ছিল: এড. ইমদাদুল


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৩৮ অপরাহ্ন, ৭ই জুন ২০২৩


ছয় দফার মধ্যেই স্বাধীনতার বীজ নিহিত ছিল: এড. ইমদাদুল
এড. ইমদাদুল হক সেলিম

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৬দফা দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে।


বুধবার (৭জুন) সকালে এ লক্ষে উপজেলা সদরে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর-রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মেয়র গোলাম কিবরিয়া বক্তব্য রাখেন।


অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক আবুল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মজিবুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম বাবলু, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক খাইরুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান ইকবাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুইস সুপ্রভাত জেংচাম, ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জবান আলী,দেওখোলা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক এমএ হান্নান,যুবলীগের যুগ্ন আহবায়ক মঞ্জরুল হক রাসেল, যুবলীগ নেতা সাইফুল আলম কাজল।


এডঃ ইমদাদুল হক সেলিম বলেন, ১৯৬৬ সালের এদিন বাংলার স্বাধিকার আন্দোলন স্পষ্টত নতুন পর্যায়ে উন্নীত হয়। এর মধ্য দিয়ে রচিত হয় স্বাধীনতার রূপরেখা। ছয় দফাভিত্তিক আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় বাঙালির স্বাধিকার আন্দোলন স্বাধীনতা সংগ্রামে রূপ নেয়।


৬ দফা আন্দোলনে প্রথম নিহত হয়েছিলেন সিলেটের মনু মিয়া।ছয় দফা মুলত স্বাধীনতার এক দফা ছিল।ছয় দফার মধ্যেই স্বাধীনতার বীজ নিহিত ছিল। 


আরএক্স/