ফুলবাড়িয়ায় সাংবাদিকদের মতবিনিময়
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৪২ পিএম, ৭ই জুন ২০২৩

ব্যবসায়িক সম্প্রসারণের লক্ষ্যে ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর সদরে কুটুবাড়ি রেস্টুরেন্ট এন্ড কনভেশন সেন্টারে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী প্রকৌশলী মো. বজলুর রহমান মিন্টু মঙ্গলবার রাতে তার কনভেশন সেন্টারে এ মতবিনিময় সভা করেন।
সভায় কুটুমবাড়ি রেস্টুরেন্টসহ ৪ টি প্রতিষ্ঠান সম্পর্কে ধারনা দেওয়া হয়। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
এ সময় ম্যানেজার মো. রাজিবুল হক, মো. অলিউজ্জামান, মো. এনামুল হক উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ত্রিশালে এগ্রো সলিউশন সেন্টারের উদ্বোধন
প্রকৌশলী বজলুর রহমান মিন্টু বলেন, স্থানীয় ও জাতীয় পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী আমার কনভেনশন সেন্টারে পালন করলে তাদের কনভেনশন সেন্টারের ভাড়া দিতে হবে না। আমার রেস্টুরেন্টে খাবারে কোন রকম ক্যামিকেল ব্যবহার করা হয় না। মানের ক্ষেত্রে আমরা শতভাগ নির্ভেজাল খাবার সরবরাহ করছি। ভোক্তাদের সাথে আমরা কখনো প্রতারনা করি না। আমার এখানে সকল কাস্টমার সমান। আভিজাত্য নয় বরং সেবার মান বৃদ্ধিতে আমার প্রতিষ্ঠান কাজ করছে। যেহেতু খাবার হোটেল সেহেতু খাবার মান উন্নয়নে যে কোন ধরনের পরামর্শকে আমরা সাধুবাদ জানাই।
মতবিনিময় সভায় স্থানীয় ও জাতীয় দৈনিকে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শেরপুরে উপজেলা প্রশাসনের মোড়ক উন্মোচন ও পুষ্পস্তবক অর্পণে আ.লীগ নেতা!

জামালপুরে শহিদ সাফওয়ান আখতার সদ্য'র সমাধিতে শ্রদ্ধা নিবেদন

আ’লীগ নেত্রীর বিরুদ্ধে হিজড়াকে অপহরণ-নির্যাতনের অভিযোগ

‘লাইলাতুল নির্বাচনের’ দায়িত্বে থাকা কর্মকর্তাদের অপসারণ করা হয়েছে’
