ত্রিশালে এগ্রো সলিউশন সেন্টারের উদ্বোধন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:২১ পিএম, ৬ই জুন ২০২৩


ত্রিশালে এগ্রো সলিউশন সেন্টারের উদ্বোধন
ছবি: জনবাণী

ময়মনসিংহ জেলার সর্বপ্রথম ত্রিশাল উপজেলায় এগ্রো সলিউশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে।


মঙ্গলবার (৬ জুন) দুপুরে কৃষক খামারীদের দ্বারপ্রান্তে সহজে সেবা পৌঁছে দিতে পৌর এলাকার নুরজাহান প্লাজাতে এগ্রো সলিউশন সেন্টারের উদ্বোধন করেন উপজেলা প্রাণি সম্পদ ও ভেটেনারী কর্মকর্তা তানজিলা ফেরদৌসি লিমা। 


আরও পড়ুন: ত্রিশালে ৪২ চাকার লরি উঠতেই ধসে পড়ল ব্রিজ


এ সময় আরও উপস্থিত ছিলেন, এগ্রো সলিউশন সেন্টারের কনসাটেন্ট সৈকত হাসান, শানিনুর আলম, ওমর ফারুক, ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা রুকুনুজ্জামান বাপ্পী, শাহিনুর রহমান, তুহিনুর আলম প্রমুখ।


জেবি/ আরএইচ/