পবিপ্রবিতে বিশ্ব সমুদ্র দিবস পালিত


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৩:০১ অপরাহ্ন, ৮ই জুন ২০২৩


পবিপ্রবিতে বিশ্ব সমুদ্র দিবস পালিত
বিশ্ব সমুদ্র দিবস পালিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি)  মাৎস্যবিজ্ঞান অনুষদের মেরিন ফিশারিজ ও ওশানোগ্রাফি ডিপার্টমেন্টের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে বিশ্ব সমুদ্র দিবস পালন করা হয়েছে। 


বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১১টায় কেক কেটে দিবসটির শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড স্বদেশ চন্দ্র সামন্ত।এসময় উপস্থিত ছিলেন  মাৎস্যবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, অধ্যাপক ড লোকমান আলি, অধ্যাপক আরিফুল আলম, মেরিন ফিশারিজ ও ওশানোগ্রাফি ডিপার্টমেন্টের চেয়ারম্যান সহকারী  অধ্যাপক আব্দুল্লাহ আল হাসান,সহযোগী অধ্যাপক নিউটন শাহা সহ মাৎস্যবিজ্ঞান অনুষদের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। 


এরপর বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক  ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, " বর্তমান সরকারের আমলে সবচেয়ে বড় একটি অর্জন হল সমুদ্র বিজয়। তাই সমুদ্রের খনিজ সম্পদ আহরণ এবং সমুদ্র নিয়ে পড়াশুনা ও গবেষণা করে ভবিষ্যতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে হবে। 


মাৎস্যবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড মোয়াজ্জেম হোসেন বলেন, " পরিবেশ রক্ষায় সমুদ্রের অবদান অপরিসীম কিন্ত দিন দিন আমরা সমুদ্র দূষণের মাধ্যমে পরিবেশের ক্ষতি করি যার কারণে জলবায়ুর পরিবর্তন হচ্ছে।"


আরএক্স/