Logo

পবিপ্রবিতে বিশ্ব সমুদ্র দিবস পালিত

profile picture
জনবাণী ডেস্ক
৯ জুন, ২০২৩, ০১:০১
8Shares
পবিপ্রবিতে বিশ্ব সমুদ্র দিবস পালিত
ছবি: সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের মেরিন ফিশারিজ ও ওশানোগ্রাফি ডিপার্টমেন্টের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে বিশ্ব সমুদ্র দিবস পালন করা হয়েছে।

বিজ্ঞাপন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি)  মাৎস্যবিজ্ঞান অনুষদের মেরিন ফিশারিজ ও ওশানোগ্রাফি ডিপার্টমেন্টের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে বিশ্ব সমুদ্র দিবস পালন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১১টায় কেক কেটে দিবসটির শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড স্বদেশ চন্দ্র সামন্ত।এসময় উপস্থিত ছিলেন  মাৎস্যবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, অধ্যাপক ড লোকমান আলি, অধ্যাপক আরিফুল আলম, মেরিন ফিশারিজ ও ওশানোগ্রাফি ডিপার্টমেন্টের চেয়ারম্যান সহকারী  অধ্যাপক আব্দুল্লাহ আল হাসান,সহযোগী অধ্যাপক নিউটন শাহা সহ মাৎস্যবিজ্ঞান অনুষদের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। 

বিজ্ঞাপন

এরপর বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক  ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, " বর্তমান সরকারের আমলে সবচেয়ে বড় একটি অর্জন হল সমুদ্র বিজয়। তাই সমুদ্রের খনিজ সম্পদ আহরণ এবং সমুদ্র নিয়ে পড়াশুনা ও গবেষণা করে ভবিষ্যতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে হবে। 

বিজ্ঞাপন

মাৎস্যবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড মোয়াজ্জেম হোসেন বলেন, " পরিবেশ রক্ষায় সমুদ্রের অবদান অপরিসীম কিন্ত দিন দিন আমরা সমুদ্র দূষণের মাধ্যমে পরিবেশের ক্ষতি করি যার কারণে জলবায়ুর পরিবর্তন হচ্ছে।"

আরএক্স/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD