ময়মনসিংহে বৃষ্টির জন্য নামাজ আদায় ও দোয়া


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ৯ই জুন ২০২৩


ময়মনসিংহে বৃষ্টির জন্য নামাজ আদায় ও দোয়া
ছবি: জনবাণী

ময়মনসিংহে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাজ শেষে বৃষ্টির জন্য দোয়া অনুষ্ঠিত হয়। নামাজে প্রায় তিন হাজার মানুষ অংশ নেন।


বৃহস্পতিবার (৮ জুন) সকালে মহানগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে এ দোয়া ও নামাজ অনুষ্ঠিত হয়।


দেশব্যাপী চলমান দীর্ঘ অনাবৃষ্টি ও তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। এ জন্য আল্লাহর রহমত ও বৃষ্টি কামনায় নামাজের আয়োজন করে বৃহত্তর মোমেনশাহী ইত্তেফাকুল উলামা।


আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বৃষ্টির জন্য নামাজ আদায়


এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) এই নামাজ পড়ার জন্য আহ্বান করা হয়। এতে নির্ধারিত সময়ের মধ্যে প্রায় তিন হাজার ধর্মপ্রাণ মানুষ হাজির হন আঞ্জুমান ঈদগাহ মাঠে। প্রথমেই দীর্ঘ বয়ান চলে নামাজের আগে।


দুই রাকাত নামাজ শেষে দোয়া পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আনোয়ারুল হক দাঃ বাঃ। সকল মুসল্লিরা দোয়া করেন বৃষ্টির জন্য আল্লাহর কাছে করুণা চেয়ে।


জেবি/ আরএইচ/