জীবণরক্ষাকারী উচ্চমূল্যের ওষুধ দেশেই তৈরি করা সম্ভব: অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ১০ই জুন ২০২৩
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেছেন, বিভিন্ন ধরণের জটিল রোগের অনেক ওষুধ বিদেশ থেকে আমদানী করতে হয়।
এই আমাদানীতে যেমন সময় ব্যয় হয় অন্যদিকে ওষুধের দামও অনেক বেশি। কিন্তু দেশেই অনেক ওষুধ কোম্পানি রয়েছে যে সকল কোম্পানি এ ধরণের ওষুধ তৈরি করতে সক্ষম।
দেশে এসকল ওষুধ উৎপাদন করতে পারলে জীবনরক্ষাকারী ওষুধ প্রাপ্তি যেমন সহজলভ্য হতো আবার ওষুধের দামও হতো তুলনামূলকভাবে অনেক কম। তিনি আরো জানান, এক্ষেত্রে চিকিৎসকরা যদি উদ্যোগ নেয় তাহলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে তিনি অবশ্যই সহায়তা করবেন।
শনিবার (১০ জুন) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে অনুষ্ঠিত পালমোনারি হাইপারটেশন বিষয়ক প্রথম বৈজ্ঞানিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। গুরুত্বপূর্ণ ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, পালমোনারি হাইপারটেশন সংক্রান্ত রোগ নিয়ন্ত্রণ ও নিরাময় কর্মসূচীকে বাস্তবায়ন করতে বিভিন্ন বিভাগের মাধ্যমে সমন্বিত উদ্যোগ নিতে হবে। পালমোনারি হাইপারটেশন একটি নীরব ঘাতক রোগ, এক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সতর্ক থাকতে হবে। বুকে ব্যাথা, বুক ধরফর করা, অজ্ঞান হয়ে যাওয়া, পায়ে পানি আসা, সিঁড়ি বেয়ে উপরে উঠতে না পারা, স্মৃতি শক্তি লোপ পাওয়া বা কিছু মনে রাখতে না পরা এ ধরণের উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসককের পরামর্শ নিতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পালমোনারি হাইপারটেশন রোগ নির্ণয় ও সুচিকিৎসার সব ধরণের সুযোগ নিশ্চিত করতে কার্যকরী উদ্যোগ নেয়া হবে। এ ধরণের রোগীর ক্ষেত্রে রেজিস্ট্রি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ পর্যন্ত এ ধরণের ৬৫ রোগী রেজিস্টার্ড হয়েছে এবং এই প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, ইউজিসির অধ্যাপক প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী, প্রখ্যাত বাতরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সৈয়দ অতিকুল হক, ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত, রিউমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মিনহাজ রহিম চৌধুরী, অধ্যাপক ডা. মোঃ আবু শাহীন, প্রমুখ উপস্থিত ছিলেন।
পালমোনারি হাইপারটেশন সাপোর্ট গ্রুপ আয়োজিত এই সম্মেলনে জানানো হয়, মাল্টি ডিসিপ্লিনারি উদ্যোগের মাধ্যমে এই রোগের চিকিৎসার জন্য জনগণকে উদ্বুদ্ধ করা এবং চিকিৎসকদের মধ্যে একটি ঐক্যবদ্ধ সিস্টেম চালু করা এই সম্মেলনের মূল্য উদ্দেশ্য।
আরএক্স/