ভোটের কোনো সুষ্ঠু পরিবেশ নেই: মধু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:৫৬ অপরাহ্ন, ১২ই জুন ২০২৩


ভোটের কোনো সুষ্ঠু পরিবেশ নেই: মধু
সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম মধু। ছবি: সংগৃহীত

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম মধু বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) জাদুর বাক্স।


সোমবার (১২ জুন) সকালে নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের খুলনা কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি এসব কথা বলেন।


সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ভোটের কোনো সুষ্ঠু পরিবেশ নেই। অন্য প্রার্থীদের সমর্থকদের কেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছে না। অথচ নৌকার প্রার্থী হলে তাকে প্রবেশ করতে দিচ্ছে।


আরও পড়ুন: জনগণের রায় মেনে নেব: নৌকার প্রার্থী খালেক


তিনি বলেন, আমি প্রধান নির্বাচন কমিশনারকেও বলেছি 'ইভিএম হচ্ছে একটি জাদুর বাক্স'। আমি কয়েকটা কেন্দ্র পর্যবেক্ষণ করেছি সেখানে ইভিএম মেশিন নষ্ট হয়েছে। পল্লীমঙ্গল ও ১০ নম্বর ওয়ার্ডের নয়াবাটিতে মেশিনে সমস্যা দেখা দিয়েছে। 


ইভিএম মেশিন পরিচালনায় প্রিসাইডিং অফিসারদের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মধু বলেন,  অফিসাররা ইভিএম পরিচালনায় দক্ষ না। তাদের অদক্ষতার কারণে ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছে, ভোট দিতে পারছে না। অনেক সময় লাগছে। এগুলো আমি এর আগে বারবার বলেছি, আবার আপনাদের বললাম।


নিজ দলের এজেন্টদের কেন্দ্র থেকে বের করা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এ মেয়র প্রার্থী।


জেবি/ আরএইচ/