মনিপুর স্কুলের অধ্যক্ষ ফরহাদকে অপসারণের সিদ্ধান্ত আপিলেও বহাল


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:৫৩ অপরাহ্ন, ১২ই জুন ২০২৩


মনিপুর স্কুলের অধ্যক্ষ ফরহাদকে অপসারণের সিদ্ধান্ত আপিলেও বহাল
ছবি অলংকরণ। জনবাণী

রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেনকে তার পদ থেকে অপসারণের সিদ্ধান্ত বৈধ মর্মে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। 


সোমবার (১২ জুন) জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।


এদিন আদালতে মনিপুর স্কুলের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও অ্যাডভোকেট ছিদ্দিকুর রহমান খান।


আরও পড়ুন: মনিপুর স্কুলে অস্থিরতা, শিক্ষকদের ক্লাস বর্জন


অ্যাডভোকেট ছিদ্দিকুর রহমান খান বলেন, গত ১৩ অক্টোবর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেনকে সরানোর আদেশ হাইকোর্ট স্থগিত করেছিলেন। এ আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছিলাম। সে আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে অধ্যক্ষ ফরহাদকে অপসারণের সিদ্ধান্ত বহাল রেখেছেন।


এর আগে, গত বছরের ৪ অক্টোবর রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেনকে অধ্যক্ষের পদ থেকে সরানো হয়।


জেবি/ আরএইচ/