জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে: শফিকুল ইসলাম


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:৪২ পূর্বাহ্ন, ১৩ই জুন ২০২৩


জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে: শফিকুল ইসলাম
ছবি: জনবাণী

উপজেলা প্রশাসনের আয়োজনে ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মৌলিক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।


জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট  (এনআইএলজি) ঢাকা আয়োজনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও সচিবদের জন্য ইউনিয়ন পরিষদ সম্পর্কিত ৩ দিনের মৌলিক প্রশিক্ষণ কোর্স সোমবার (১২ জুন) দুপুরে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়। 


সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম।


তিন দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন। 


আরও পড়ুন: ফুলবাড়িয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা


সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান, সদস্য ও সচিবরা। 


সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদের বিভিন্ন বিষয়ে আপনারা মৌলিক প্রশিক্ষণ কোর্সে জেনেছেন। স্মার্ট বাংলাদেশ গড়তে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে। মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবদের মৌলিক প্রশিক্ষণ কোর্সের ব্যাবস্থা করেছেন।


প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন সদর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুস সালাম।


জেবি/ আরএইচ/