পূবালী ব্যাংকের ঘোড়াঘাট উপ-শাখা উদ্বোধন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৩৯ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৩


পূবালী ব্যাংকের ঘোড়াঘাট উপ-শাখা উদ্বোধন
ছবি: জনবাণী

পূবালী ব্যাংক লিমিটেড দিনাজপুরের ঘোড়াঘাট উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। 


মঙ্গলবার (১৩ জুন) দুপুর ১২ টায় ঘোড়াঘাট পৌর এলাকার গাইবান্ধা মোড়ে বীর মুক্তিযোদ্ধা ড. কমলেশ চন্দ্র কুন্ডু মার্কেটে এ উপ-শাখার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা।


ব্যাংকের রংপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. সাজিদুর রহমানের সভাপতিত্বে ও রংপুর আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার মো. আজহার-উল-আলমের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ঘোড়াঘাট উপ-শাখার ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান।


আরও পড়ুন: ইসলামী ব্যাংকের বেলকুচি শাখা উদ্বোধন


বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাফিউল আলম, ব্যাংকের সহকারী মহা ব্যবস্থাপক মো. আব্দুর রাজ্জাক, জহুরা গ্রুপের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম, মার্কেটের মালিক সজিব কুমার কুন্ডু প্রমুখ।


জেবি/ আরএইচ/