দলিল লেখকদের পেশাগত দক্ষতা মানোন্নয়নে কর্মশালা
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:০১ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৩
নীলফামারীর জলঢাকায় সাব রেজিস্ট্রার অফিসে কর্মরত দলিল লেখকের পেশাগত কর্ম দক্ষতা বাড়াতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) জলঢাকা সাব রেজিস্ট্রার অফিসের উদ্যোগে দলিল লেখক সমিতি মিলনায়তনে দিনব্যাপী আয়োজিত কর্মশালায় উপজেলা সাব রেজিস্ট্রার মনিসা রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা রেজিস্ট্রার সাখোয়াত হোসেন।
আরও পড়ুন: ঐতিহ্যবাহী বাফলা বীল রক্ষার দাবিতে মানববন্ধন নীলফামারীতে
কর্মশালায় বক্তব্য রাখেন, দলিল লেখক সমিতির সভাপতি আহমেদ হোসেন ভেন্ডার, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ভেন্ডার, নকল নবিসের সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিন্টু কুমার রায় প্রমুখ।
সভায় দলিল লেখকদের পেশাগত দক্ষতার মানোন্নয়নে হাতে কলমে দলিল লেখাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
জেবি/ আরএইচ/