পঞ্চগড়ে প্রণোদনার সার-বীজ বিতরণ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৩


পঞ্চগড়ে প্রণোদনার সার-বীজ বিতরণ
ছবি: জনবাণী

পঞ্চগড় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে সরকারের প্রণোদনার সার, আমন ধান ও পেয়াঁজের বীজ বিতরণ করা হয়েছে। 


২০২২-২৩ অর্থ বছরের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ও গ্রীস্মকালীন পেঁয়াজ চাষের জন্য এই কৃষি উপকরণ বিতরণ করা হয়।


মঙ্গলবার (১৩ জুন) সকালে সদর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 


আরও পড়ুন: বালিয়াকান্দিতে ক্ষতিগ্রস্থ কৃষকের মধ্যে পাট বীজ বিতরণ


এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামাল হোসেন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজি আল তারিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


উপজেলা কৃষি অফিস সূত্রে জনা যায়, সদর উপজেলার আওতায় ১ হাজার ৯২০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি আমন ধানের বীজ ডিএপি ও এমওপি ২০ কেজিসহ পেঁয়াজের বীজ প্রদান করা হয়।


জেবি/ আরএইচ/