পঞ্চগড়ে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৩
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের উপর হামলার ঘটনায় পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।
সোমবার বিকেলে জেলা শহরের রৌরশনাবাগ এলাকায় সংগঠনটির দলীয় কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে সমাবেশ করে। এ সময় তারা সরকার ও নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে বিভিন্ন স্লোগান দেয়।
আরও পড়ুন: লাঠিসোঁটা নিয়ে বরিশাল নগরমুখী ইসলামী আন্দোলন কর্মীরা
পরে চৌরঙ্গী মোড়ে পথসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, ইসলামী যুব আন্দোলনের সভাপতি সোহেল রানাসহ নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এ সময় তারা ভোটে কারচুপি হলে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন। একইসঙ্গে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের উপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নেতৃবৃন্দ।
জেবি/ আরএইচ/