দামুড়হুদায় গ্রামীন উন্নয়নে পর্যটন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:০৬ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৩


দামুড়হুদায় গ্রামীন উন্নয়নে পর্যটন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সম্মেলন কক্ষে গ্রামীন উন্নয়নে পর্যটন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার সভাপতিত্বে উপজেলা পর্যায়ে গ্রামীণ উন্নয়ন পর্যটন শীর্ষক মতামত সভা অনুষ্ঠিত হয়। 


মঙ্গলবার (১৩ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রালয়ের উপ-সচিব মোহাম্মদ সাইফুল হাসান ঢাকা থেকে ভার্চুয়াল সভার মাধ্যমে প্রধান অতিথি হিসেবে কর্মশালায় যোগদান করেন। 


কর্মশালায় বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন: দামুড়হুদায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, সমবায় অফিসার হারুন অর রসিদ, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, পার কৃষ্ণপুর মদনা ইউপি চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, কুড়ালগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংবাদিকবৃন্দ।


জেবি/ আরএইচ/